সাভারে যাত্রীবাহী বাস আইল্যান্ডে, আহত ২০
সাভার সংবাদদাতা : সাভারের জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস আইল্যান্ডে উঠে যাওয়ায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ১০টার ডি লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল দ্য রিপোর্টকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এসবি/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)