চট্টগ্রামে অস্ত্রসহ ৩ শিবিরকর্মী গ্রেফতার
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর চকবাজার ও জেলার সাতকানিয়াতে অস্ত্রসহ ৩ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এবং রবিবার সকালে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- মনছুর, মো. রিফাত (২২) ও দিদারুল ইসলাম (২০)। তাদের কাছ থেকে ২টি এলজি ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রবিবার ভোরে তাদের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের এওচিয়া গ্রামে অভিযান চালিয়ে মো. রিফাত (২২) এবং দিদারুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি এলজি, একটি দেশিয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুজনই তালিকাভুক্ত সন্ত্রাসী ও শিবিরকর্মী। তাদের বিরুদ্ধ ১০টি করে নাশকতার মামলা রয়েছে।
এদিকে এর আগে শনিবার রাত আড়াইটার দিকে নগরীর চকবাজার পোস্ট অফিস গলিতে অভিযান চালিয়ে পুলিশ মনসুর আলম নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ আহমেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময় স্থানীয় জনতা মনসুরকে আটক করে থানায় সোপর্দ করে। সে শিবিরের নামে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করতো। তার বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে।
(দ্য রিপোর্ট/এপি/ফেব্রুয়ারি ২১, ২০১৬)