এস আলমের লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট প্রতিবেদক : লভ্যাংশ ঘোষণা করেছে প্রকৌশল খাতের এস আলম কোল্ড রোল্ড স্টিলস। কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
বিনিয়োগকারী নির্বাচনের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আগামী ২৯ মার্চ সকাল ১১টায় সাভা আর্কেড, ৯৪, নওয়াব সিরাউদ্দৌলা রোড, চন্দনপুরা, চট্টগ্রামে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ১৯ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৯৪ টাকা। এ ছাড়া শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ২০.৪৪ টাকা এবং সমন্বিত শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ০.৮২ টাকা।
লভ্যাংশ ঘোষণার কারণে আজ এ কোম্পানির শেয়ারে কোনো মূল্যসীমা থাকবে না।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)