কায়সারের বিরুদ্ধে ১৬ অভিযোগ গঠন
দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনে থাকা জাতীয় পার্টির নেতা ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
একই সঙ্গে আগামী ৪ মার্চ তার বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের আদেশ দেওয়া হয়েছে।
রবিবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।
এ ছাড়া আগামী ৪ মার্চের মধ্যে দুইপক্ষের সাক্ষীদের তালিকা আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
কায়সারের বিরুদ্ধে মোট ১৮টি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগকে মিলিয়ে একটি অভিযোগ করা হয়, যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দাখিল করা ১৮টি অভিযোগকে একসঙ্গে মিলিয়ে ১৬টি অভিযোগ গঠন করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। অপরদিকে কায়সারের পক্ষে আব্দুস সোবহান তরফদার উপস্থিত ছিলেন।
এর আগে ১৩ জানুয়ারি অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষে ৩০ জানুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছিল আদালত। ওইদিন ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে আদেশের দিন রবিবার পুনর্নির্ধারণ করে আদেশ দেয়।
১৩ জানুয়ারি কায়সারের পক্ষে অভিযোগ গঠনের বিরোধিতা করে আদালতে শুনানি শেষ করেন তার আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
এর আগে ১৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর রানা দাশগুপ্ত কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করেন।
১১ নভেম্বর ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
১০ নভেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর জেয়াদ আল মালুমের নেতৃত্বে প্রসিকিউশন টিম কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
১৫ মে বুধবার কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর ২১ মে মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় কায়সারকে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এর আগে ২২ মে ট্রাইব্যুনাল-২ সৈয়দ মোহাম্মদ কায়সারের জামিন আবেদন খারিজ করে কারাগারের পাঠানোর নির্দেশ দেয়।
এরপর ৩০ জুলাই কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল-২।
(দ্য রিপোর্ট/এসএ/এসবি/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)