চট্টগ্রাম অফিস : দাবি পূরণের আশ্বাসে আজ সোমবার থেকে বৃহত্তর চট্টগ্রামে ডাকা ট্যাংকলরি ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম জেলা ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে চট্টগ্রাম বন্দরের বরাদ্দ দেওয়া জায়গায় টার্মিনাল নির্মাণের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছিল।

চট্টগ্রাম জেলা ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক বাদশা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে আগামী মাসে টার্মিনালের নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। কর্তৃপক্ষের এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট শুরু হওয়ার আগেই রবিবার রাতে তা প্রত্যাহার করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে শনিবার বন্দরের বরাদ্দ করা জায়গায় অবিলম্বে ট্যাংকলরি টার্মিনাল নির্মাণের দাবিতে বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।

(দ্য রিপোর্ট/এসবি/এইচ/ফেব্রুয়ারি ২২, ২০১৬)