মাগুরায় বিএনপি নেতার মৃতদেহ উদ্ধার
মাগুরা সংবাদদাতা : মাগুরা সদর উপজেলার বিষ্ণুপুর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি লিয়াকত মোল্লার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।
শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক দ্য রিপোর্টকে জানান, সকালে বিষ্ণুপুর গ্রামের ধানক্ষেতে নিহত লিয়াকতের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একই গ্রামের লিয়াকত মোল্লার মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত লিয়াকত বিষ্ণুপুর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বলে বিএনপি নেতা ও শত্রুজিৎপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/এসআই/এএস/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)