ঢাবি প্রতিবেদক : প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ হয়ে উঠেন বুয়েটের শিক্ষার্থীরা। রাস্তায় নেমে কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আহত শিক্ষার্থীর নাম আনিতা তাসনিম। তিনি স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর জানাজানি হলে বুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আজিমপুর, নিউমার্কেট, পলাশী ঘেরাও করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে তারা একটি প্রাইভেটকার ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

বুয়েটের শিক্ষার্থী সম্রাট জানান, আমাদের ক্যাম্পাসের সামনে কোনো গতিরোধক ব্যবস্থা নেই। তাই প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। বার বার প্রশাসনকে বলা হলেও তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। প্রশাসন আগেই প্রদক্ষেপ নিলে আমাদের সহপাঠীকে এ ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হতো না।

এ বিষয়ে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আমরা অতিসত্বর গোলচত্বরে পুলিশের নিরাপত্তাসহ গতিরোধক বাড়িয়ে দেব।’

চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, দুর্ঘটনাস্থল চারটি থানার সীমানায়, বিধায় ঘটনাস্থলটি ঠিক কোন থানার অধীনে এখনও বোঝা যাচ্ছে না।

(দ্য রিপোর্ট/জেএইচ/এএস/শাহ/ফেব্রুয়ারি ২, ২০১৪)