চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে অস্ত্র বিক্রির পরিকল্পনাকালে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আকবর শাহ থানার জাকির হোসেন রোডের পাহাড়িকা ফিলিং স্টেশনের সামনে থেকে রবিবার গভীর রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজারের মহেশখালী এলাকার আবুল কালামের ছেলে মো. সেলিম (২০), আকবর শাহ থানার পশ্চিম ছলিমপুরের মৃত আবুল কালামের ছেলে মো. মোশারফ হোসেন (৪২) ও নোয়াখালী জেলার চাটখিল থানার কালিকাপুর গ্রামের আবু ছিদ্দিক দেওয়ানের ছেলে মো. জহিরুল ইসলাম মানিক (২৫)।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ দ্য রিপোর্টকে জানান, অস্ত্র বিক্রির পরিকল্পনাকালে গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটকেরা। এ সময় ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১টি সিঙ্গেল শুটার গান ও ২টি দেশীয় তৈরি এলজি জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে ওসি সদীপ কুমার দাস জানান।
(দ্য রিপোর্ট/একেএ/এএসটি/এইচ/ফেব্রুয়ারি ২২, ২০১৬)