ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির নলছিটি থেকে ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

উপজেলার রায়পুর গ্রামের বটতলা থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলো- বরিশালের এয়ারপোর্ট থানার শেরেবাংলা সড়কের বাসিন্দা আব্দুল আজিজ খানের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩০) ও কোতোয়ালি থানার চন্দ্রমোহন এলাকার মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে মো. আনিছুর রহমান হাওলাদার (৩০)।

এ ঘটনায় রবিবার দুপুরে র‌্যাবের ডিএডি আমিন বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজেডএম মাসুদুল আলম দ্য রিপোর্টকে জানান, নলছিটির রায়পুর গ্রামের বটতলা এলাকায় ইয়াবা বিক্রি করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় তাদের আটক করা হয়। আটকদের দেহ তল্লাশি করে ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকা উদ্ধার করা হয়। আটকদের গভীর রাতে নলছিটি থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

(দ্য রিপোর্ট/আরকে/ইইউ/এএস/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)