দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রবিবার এ আবেদনটি করেন অ্যাডভোকেট ফারুক হোসেন।

দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চে এটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল। আজ এ মামলায় জামিন পেলে তার মুক্তিতে আর কোনো বাধা থাকবে না।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে অন্য চার মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিল আবেদন রবিবার খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

(দ্য রিপোর্ট/এএস/এমডি/শাহ/ফেব্রুয়ারি ২, ২০১৪)