সীতাকুণ্ডে ইউপি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে সংঘর্ষ, আহত ১০
চট্টগ্রাম অফিস : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থিতা বাছাই করাকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডের ৩টি ইউনিয়নে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের মধ্য সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ গুলি চালালে ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার সৈয়দপুর, বাঁশবাড়িয়া ও বারৈয়ারঢালা ইউনিয়নে পৃথক পৃথক এ সংর্ঘষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর দেড়টার দিকে বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই চলছিলো। এসময় চেয়ারম্যান প্রার্থী রেহান উদ্দিন রেহান ও সাইদুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রার্থী সাইদুল ইসলামসহ দুজনকে কুপিয়ে জখম করা হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ১ নং সৈয়দপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শওকত আলীকে আবারও প্রার্থী ঘোষণা করা হলে অপর প্রার্থী আরিফুল আলম রাজুর সমর্থকরা বিক্ষুদ্ধ হয়ে উঠেন। তারা শওকত আলীর সমর্থকদের ওপর হামলার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যারিকেড দেয়। অবরোধ চলাকালে তারা বেশ কয়েকটি গাড়ি ও দোকান ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের গুলিতে ২ জনসহ বেশ কয়েকজন আহত হয়।
এর আগে দুপুরে বাঁশবাড়িয়া ও কোট্টবাজারে আওয়ামী লীগ কর্মীদের মাঝে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা জানায়, এ সময় মোঃ ইউছুফ (৪৫) নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ডু হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। তার পায়ে ও পেটে গুলি লেগেছে। তার আবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সীতাকুণ্ডু থানার ওসি ইফতেখার হাসান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বারৈয়ারঢালা এলাকায় দুই চেয়ারম্যান প্রর্থীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালালেও তবে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার কোনো খবর আমার জানা নেই।’
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সীতাকুণ্ডু ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ কাউন্সিলরদের চূড়ান্ত প্রার্থীর নাম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকের ভূইয়া জানান, প্রাথমিকভাবে ১০ ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করা হলেও আমরা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেইনি। তবে দু এক দিনের মধ্যে তা ঘোষণা করা হবে।
(দ্য রিপোর্ট/পিএম/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৬)