৪ ব্যবসায়ীর কাছে মিলল এক লাখ ইয়াবা
চট্টগ্রাম অফিস : জেলার মহানগরী থেকে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে একলাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। সোমবার রাতে কোতোয়ালী থানার সার্সন রোড এলাকায় র্যাব এ অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে সার্সন রোডে রাত ২টার দিকে অভিযান চালায় র্যাবের একটি টিম। এসময় একটি বাড়ি ঘেরাও করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান চলে মঙ্গলবার ভোর পর্যন্ত। অভিযানে দুই শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমিরুল্লাহ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, চার মাদক ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এএসটি/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৬)