দ্য রিপোর্ট প্রতিবেদক : অনিরীক্ষিত অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধ বার্ষিক (জুলাই’১৩-ডিসেম্বর’১৩) আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইউনাইটেড এয়ারের কর পরবর্তী মুনাফা হয়েছে ২৭ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৪৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৭০ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা এবং ১.২৩ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর’১৩-ডিসেম্বর’১৩) এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ০.১১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩৪ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা এবং ০.৬০ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ২, ২০১৪)