আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে মাদক মামলার আসামি ধরতে গিয়ে উল্টো হামলার শিকার হয়েছে পুলিশ। মহানগরীর হালিশহর থানাধীন রঙ্গিপাড়া এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ বুধবার সকালে ওই ঘটনায় মামলা দায়ের করেছে। হামলায় আহতরা হলেন− এসআই (উপ-পরিদর্শক) জমির উদ্দিন, এসআই হিমেল রায়, এসআই মিজানুর রহমান, এসআই নূর আবসার, এএসআই (সহকারী উপ-পরিদর্শক) জাকির হোসাইন ও এএসআই মো. শরিফ।
এ ছাড়াও আহত হয়েছেন স্থানীয় সোহেল ও তার বাবা জাহাঙ্গীর আলম ওরফে কালা মিয়া ড্রাইভার। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উত্তর আগ্রাবাদ পদ্মা আবাসিক-সংলগ্ন রঙ্গিপাড়া বস্তিতে এলাকার চিহ্নিত ও বিভিন্ন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহলকে (২৫) ধরতে পুলিশ অভিযান চালায়। পরে সোহেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় বাবা কালা মিয়া ড্রাইভারসহ তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সোহেল ও তার বাবাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
হালিশহর থানার ডিউটি অফিসার এসআই ইউসুফ দ্য রিপোর্টকে জানান, রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় বুধবার সকালে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমএআর/এম/ফেব্রুয়ারি ২৪, ২০১৬)