চট্টগ্রামে ১০ লাখ টাকার বিদেশি মদ আটক
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বুধবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে একটি মদের চালান আটক করেছে কোস্টগার্ড।
উপজেলার গহিরার দোভাষী বাজারে অভিযান চালিয়ে প্রায় ৭০০ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মদ-বিয়ারের অনুমানিক মূল্য সাড়ে ১০ লাখ টাকা।
কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লে. কমান্ডার শেখ ফখরউদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোররাতে গোপন খবরের ভিত্তিতে কোস্টগার্ড দল আনোয়ারা উপজেলার গহিরার দোভাষী বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদকের চালান পাচারকালে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তাদের মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে কোস্টগার্ড দল সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ৭০০ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(দ্য রিপোর্ট/এমএস/এপি/সা/ফেব্রুয়ারি ২৪, ২০১৬)