দ্য রিপোর্ট প্রতিবেদক : অনিরীক্ষিত অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফাইন ফুডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধ বার্ষিক (জুলাই ’১৩-ডিসেম্বর ’১৩) আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফাইন ফুডসের কর পরবর্তী লোকসান হয়েছে ৬৩ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৭ লাখ ১০ হাজার টাকা (মুনাফা) এবং ০.২১ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর ’১৩-ডিসেম্বর ’১৩) এ কোম্পানির কর পরবর্তী লোকসান হয়েছে ৫৬ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪৪ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১৬ লাখ ৪০ হাজার টাকা (মুনাফা) এবং শেয়ারপ্রতি আয় ০.১৩ টাকা।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কোম্পানির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৬১ লাখ ১০ হাজার টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)