চট্টগ্রাম অফিস : গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকের পিতা ও ভাইয়ের পিটুনিতে মারা গেছেন মাশরাফি (২৪) নামে এক যুবক।

বুধবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা সুলতানা জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ প্রেমিকার পিতা হোসেন আলী ও তার ছেলে শান্তকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিরা সুলতানা জুট মিলস এলাকায় ভাড়া থাকতেন আলী হোসেন ও তার পরিবার। এবং আলী হোসেনের কিশোরী মেয়ের (১৭) সঙ্গে দীর্ঘদিন মাশরাফির প্রেমের সম্পর্ক চলে আসছিল।

মঙ্গলবার রাত ৩টার দিকে মাশরাফি গোপনে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে হোসেন আলীর বাসায় গেলে অভিভাবকরা টের পেয়ে মাশরাফিকে ধরে প্রচণ্ড মারধর করে। এক পর্যায়ে হোসেন আলী ও তার ছেলে শান্তর পিটুনিতে অজ্ঞান হয়ে পড়ে মাশরাফি। ভোরের দিকে বাবা-ছেলে মিলে তাকে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাশরাফিকে মৃত ঘোষণা করে।

প্রেমিকার বাবা হত্যার দায় থেকে বাঁচতে মাশরাফিকে চোর সাজানোর চেষ্টা করে। সে বলে রাতে চুরি করার সময় এলাকার লোকজনের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রেমের সম্পর্কের কারণে যুবকটি রাতে তাদের বাসায় গেলে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

নিহত যুবক মাশরাফির বাড়ি ভোলা জেলায়। সে স্থানীয় জিপিএইচ কারখানার শ্রমিক।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এমএস/এএসটি/সা/ফেব্রুয়ারি ২৪, ২০১৬)