কাউন্সিলরের বিরুদ্ধে মন্দিরের জায়গা দখলের অভিযোগ
চট্টগ্রাম অফিস : মন্দিরের জায়গা দখলের চেষ্টা এবং দেয়াল ভাঙার অভিযোগ এনে চট্টগ্রাম মহানগরী ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে গ্রেফতার ও তার শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে শ্রী শ্রী কৈবল্যধাম মন্দিরের হাজারো ভক্ত অনুরাগী ও এলাকাবাসী।
বুধবার দিনভর তারা এ কর্মসূচি পালন করে। তারা মেয়র ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কৈবল্যধাম আশ্রমের ভূমিদখল সীমানা দেয়াল ভেঙে জায়গা দখলের চেষ্টায় কাউন্সিলর জহুরুল আলম জসিমের সঙ্গে আশ্রমের ভক্ত ও এলাকাবাসীর মাঝে বিরোধ চলছিল। বেশ কয়েকটি রাস্তা বড় করার নাম করে বসতবাড়ি উচ্ছেদ ও মন্দিরের জায়গা দখল করার পাঁয়তারা করে কাউন্সিলর ও সহযোগীরা।
আশ্রমের ভক্ত তপন অভিযোগ করেন, সরকারী দলের দাপট খাটিয়ে হিন্দু সম্প্রাদয়ের ওপর অমানবিক নির্যাতন ও ভূমি দখল করতে বিভিন্ন সময় আশ্রমের ভক্তদেরকে হুমকি দিচ্ছেন কাউন্সিলর জসিম। আমরা আজ নিরুপায় হয়ে কাউন্সিলর জহুরুল আলম জসিমকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে জানতে চাইলে কাউন্সিলর জহুরুল আলম জসিম মন্দিরের জায়গা দখলের বিষয়টি অস্বীকার করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে ওয়ার্ডের বাসিন্দাদের কল্যাণে কাজ করছি।
(দ্য রিপোর্ট/এএসটি/এম/ফেব্রুয়ারি ২৪, ২০১৬)