বরিশাল সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়ার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রবিবার সকালে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অনি হাওলাদার (২০) নামের ওই গৃহবধূর স্বামী মিন্টু হাওলাদারের বাড়ি বানারীপাড়া উপজেলার খলিসাখালী গ্রামে।

আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাত হোসেন জানান, পারিবারিক কলহের কারণে শনিবার মধ্যরাতে অনি হালদার বিষপান করেন। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। সকালে খবর পেয়ে তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/সা/ফেব্রুয়ারি ২, ২০১৪)