নিখোঁজের পরদিন নদী থেকে লাশ উদ্ধার
চট্টগ্রাম অফিস : জেলার ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর গ্রামে নিখোঁজ হওয়ার পরদিন হালদা নদী থেকে মোহাম্মদ সামছুল আলম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নদীতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন লাশটি উদ্ধার করে।
নিহত সামছুল আলম ফটিকছড়ি পশ্চিম সুন্দরপুর ইউনিয়নের নুর মোহাম্মদ খলিফার বাড়ির আব্দুল জলিলের ছেলে। বুধবার বিকেলে হালদা নদী পার হয়ে তিনি ভূজপুর বৈদ্যেরহাট গিয়েছিলেন বলে তার পরিবার জানায়।
সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান সফিউল আলম হালদা নদী থেকে লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, নদী পার হয়ে সামছুল আলম গতকাল ভূজপুর গিয়েছিলেন। বৈদ্যেরহাট থেকে বাজার করে সন্ধ্যায় ফেরার পথে সামছুল তার স্ত্রীকে ফোন করে বলেছিলেন যে নদীতে সাঁতার কেটে আসতে হবে তাই যেন কাপড় নিয়ে নদীর পাড়ে অপেক্ষা করেন। এরপর সামছুল ফিরে আসার সময় নদীতে ডুবে যান। দুপুরে তার লাশ ভাসতে দেখে এলাকার লোকজন উদ্ধার করে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি দ্য রিপোর্টকে বলেন, লাশ উদ্ধারের খবর আমরা এখনো পায়নি। খবর পেলে আমরা ঘটনাস্থলে পৌঁছাব।
(দ্য রিপোর্ট/কেএনইউ/এএসটি/এম/ফেব্রুয়ারি ২৫, ২০১৬)