চট্টগ্রাম অফিস : এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, ভোট ও ভাতের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। বিগত ৯ বছর যাবৎ জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে ২০ দলীয় জোট নেতৃবৃন্দ তার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, সমাজে অস্থিরতা চলছে। ফলে মানুষের জানমালের নিরাপত্তা নাই। বাকস্বাধীনতা নাই, ন্যায়বিচার হতে বঞ্চিত। কারণ সরকার পরিচালনায় জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই।

তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার না থাকায় সমগ্র দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন দেশের জনগণকে এ অবস্থা থেকে উত্তরণের জন্য সাহায্য করবেন। আমাদের সকলকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। ভোটাধিকার ও ভাতের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

কর্নেল অলি আহমদের নগরীর লালদীঘিস্থ বাসভবনে সৌজন্যে সাক্ষাৎকালে ২০ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন― চট্টগ্রাম মহানগর এলডিপির সভাপতি এম ছলিম উল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. ইলিয়াছ, নেজামে ইসলামী দলের চট্টগ্রাম মহানগর সভাপতি আবদুর রহমান চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চট্টগ্রাম মহানগর সভাপতি ওসমান গনি সিকদার, এলডিপি চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ, জাতীয় পার্টির (কাজী জাফর) সহ-সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাহিদ হোসেন, এনপিপি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. আনোয়ার সাদেক, লেবার পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক নুরুল আলম, এলডিপি চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক নুরুল আজগর চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতা ফিরোজ কবির লিটন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. মহিউদ্দিন, নেজামে ইসলাম পার্টির নেতা মাহমুদুল হাসান, চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক শ্রমিক দলের আহ্বায়ক মনজুর মুহাম্মদ, মো. বেলাল হোসেন, মো. শরফুদ্দিন কাজল প্রমুখ।

(দ্য রিপোর্ট/এএসটি/এম/ফেব্রুয়ারি ২৫, ২০১৬)