টাঙ্গাইল সংবাদদাতা : অপহরণের তিন দিন পর অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার ও এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রংপুর জেলার মিঠাপুকুরে টাঙ্গাইল মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, টাঙ্গাইল সদর উপজেলার বাসুদিয়া গ্রামের আজহারকে ২৯ জানুয়ারি রাত নয়টার দিকে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রহমতপুর কৈলাশপাড়া গ্রামের মিজানুর রহমান কাজ দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনের মাধ্যমে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগেরভিত্তিতে পুলিশ মোবাইল ট্র্যাকিং-এর মাধ্যমে রংপুরে অভিযান চালায়। সেখান থেকে অপহরণ চক্রের সদস্য মিজানুর রহমানকে গ্রেফতার ও অপহৃত আজাহারকে উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এআর/এপি/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)