দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে আমিনুল ইসলাম শান্তর প্রথম কাব্যগ্রন্থ ‘ধ্রুপদী সংসার’। দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন অপূর্ব খন্দকার। মেলার সোহরাওয়ার্দী উদ্যানে ৪০৭-৪০৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইটির মূল্য ১৪০ টাকা।

বইটি প্রসঙ্গে কবি আমিনুল ইসলাম শান্ত দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ধ্রুপদী সংসার আমার প্রথম কাব্যগ্রন্থ। এতে ৫৩টি কবিতা রয়েছে। কবিতাগুলোর বিষয়বস্তু প্রেম, দ্রোহ, ভালোবাসা ও বেদনার বিমূর্ত ছবি। ব্যস্ত জীবনের খণ্ড খণ্ড কিছু অনুভূতি। জীবন ঘেষা কিছু অভিজ্ঞতা। খুব সাধারণ শব্দ নিয়ে গড়ে উঠেছে কবিতার দেহ। শব্দগুলো সবার খুব চেনা। আর এ সব শব্দ নিয়ে মলাট বন্দি হয়েছে আমার পবিত্র সংসার। পাঠকদের বলছি, একবারের জন্য হলেও মলাট বন্দি কবিতাগুলোতে চোখ রাখতে পারেন।’

কলেজ জীবন থেকেই কবিতা লেখেন শান্ত। তারপর অনেকটা সময় গড়িয়েছে। তিনি ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে এখন সাংবাদিকতা পেশায় রয়েছেন।

(দ্য রিপোর্ট/পিএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৬, ২০১৬)