দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সুমন মাহমুদের প্রথম ছড়াগ্রন্থ ‘টাপুর টুপুর টুপ’। এটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্লাটফর্ম।

দুই ফর্মার বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন সোহাগ পারভেজ। বইমেলায় প্লাটফর্ম-র ৪৯২ নম্বর স্টল এবং লিটিলম্যাগ চত্বরের প্লাটফর্মের স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ৭৫ টাকা।

সুমন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আত্মগত প্রেম থেকে সমকালের নানা অনুষঙ্গ উপজীব্য হয়েছে ‘টাপুর টুপুর টুপ’। শুধুই অন্তমিলের খেলা নয়, ছড়ায় ছড়ায় শিশুরা মনের অজান্তেই এক ধরনের দর্শনে প্রবেশ করবে। সার্বিক বিবেচনায় ছড়াগুলো যেকোনো বয়সের পাঠকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

(দ্য রিপোর্ট/এমএ/সা/ফেব্রুয়ারি ২৬, ২০১৬)