‘সঠিক জ্বালানি ও কয়লানীতি দ্রুত প্রণয়ন’
দ্য রিপোর্ট প্রতিবেদক : দ্রুততম সময়ের মধ্যে সঠিক জ্বালানি ও কয়লানীতি প্রণয়নের ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর রবিবার বিকেলে প্রথম পেট্রোবাংলা পরির্দশনকালে এ ঘোষণা দেন তিনি।
নসরুল হামিদ বিপু বলেন, ‘আগামী প্রজন্মের কথা চিন্তা করেই দ্রুততম সময়ের মধ্যে জ্বালানি ও কয়লানীতি প্রণয়ন করা হবে।’
পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু তাহের ও পেট্রোবাংলার পরিচালক (অপারেসন মাইনস) প্রকৌশলী কামরুজ্জামান।
(দ্য রিপোর্ট/কেএ/এফএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)