মিরসরাইয়ে ৩০০ ভরি স্বর্ণ লুটের মামলায় আসামি ২৭
চট্টগ্রাম অফিস, দ্য রিপোর্ট : জেলার মিরসরাইয়ে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকান থেকে ৩শ’ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় ২৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
লুট হওয়া শামীম জুয়েলার্সের মালিক সাহাবুদ্দিন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় শুক্রবার রাতে মামলাটি করেন। শনিবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও জোরারগঞ্জ থানার এসআই মোহাম্মদ আনোয়ার উল্লাহ দ্য রিপোর্টকে বলেন, ঘটনার পর থেকে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চলছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট পৌরসভার মসজিদ গলির শামীম জুয়েলার্সে ডাকাত দল অতর্কিতে হানা দিয়ে ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ডাকাতরা দোকান থেকে প্রায় ৩শ’ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।
এসময় দুর্বৃত্তদের ককটেল হামলায় বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী মো.শাহজাহান ও স্কুলছাত্র মো. অনিক আহত হয়।
(দ্য রিপোর্ট/এএসটি/এনআই/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)