ভোলায় শ্বাসরোধ করে যুবক হত্যা
ভোলা সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের মাহাবুবকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
মাহাবুবের পিতা নিরব জানান, রাতে মাহাবুব ও তার স্ত্রী নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৪টার দিকে মাহাবুবের স্ত্রীর ঘুম ভাঙলে মাহাবুবকে না দেখতে পেয়ে আমাকে ডাক দেয়। তারপর আমরা মাহবুবকে খুঁজতে বের হই। খুঁজতে গিয়ে রান্নাঘরের দিকে গেলে মাহাবুবের মৃত দেহ দেখতে পাই। পরে প্রতিবেশীরা সকাল সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিন থানায় খবর দিলে পুলিশ আসে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা মাহাবুবের মৃতদেহ উদ্ধার করেছি। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
(দ্য রিপোর্ট/জেএস/এমসি/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)