খাগড়াছড়ি প্রতিনিধি : আদালতের নির্দেশে শনিবার সকালে বিপুল পরিমাণ চোলাই মদ ধ্বংস করেছে সদর থানা পুলিশ।

খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে সদর থানার সামনে ২৬৩ লিটার চোলাই মদ আগুন লাগিয়ে ধ্বংস করা হয়।

এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৭ জানুয়ারি জেলা সদরের শাপলা চত্বর এলাকা থেকে সবজিবোঝাই একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ চোলাই মদসহ দু’জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএস/এএসটি/এম/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)