চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রী পারভেজের দেহ তল্লাশি করে ৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রিজভী আহমেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি বিমানের যাত্রী পারভেজের দেহ তল্লাশি করে ৮টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১ কেজি। এ ঘটনায় পারভেজকে আটক করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। এ ব্যাপারে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএস/এপি/সা/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)