নির্বাচনকালীন সহিংসতা
৪২৮ বিদ্যালয় মেরামতে ৩ কোটি টাকা বরাদ্দ
দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ক্ষতিগ্রস্ত ৪২৮টি প্রাথমিক বিদ্যালয়ের জরুরি মেরামতের জন্য তিন কোটি সাত লাখ ৫২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মনিন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক পত্রে রবিবার এ তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়েছে, এ অর্থ ছাড়ে প্রয়োজনীয় অনুমোদনের জন্য মন্ত্রণালয়কে অনুরোধও করা হয়েছে।
দেশে দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন সহিংসতায় আগুনে পুড়ে ৪৫৭টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক হিসাবে দেখা গেছে, এ বিদ্যালয়গুলো মেরামতের জন্য ছয় কোটি ৮৭ লাখ ১৭ হাজার ৪৭৪ টাকা প্রয়োজন।
(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)