রাঙ্গামাটি প্রতিনিধি : রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট ১২ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রামের দুটি জেলা রাঙ্গামাটি ও বান্দরবান সফরে আসছেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত অনুষ্ঠান সূচি অনুযায়ী ১২ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও হেলিপ্যাড থেকে সরাসরি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আসবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেখানে মধ্যাহ্নভোজের পর রাষ্ট্রপতি বান্দরবান জেলার নীলগিরির উদ্দেশে রওয়ানা হবেন।

নীলগিরিতে ওই দিন রাত্রিযাপনের পর ১৩ ফেব্রুয়ারি নীলগিরি থেকে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে যাবেন রাষ্ট্রপতি। সেখানে নৌ-বাহিনীর গেস্ট হাউসে কিছু সময় অতিবাহিত করার পর আবার ইনানী সমুদ্র সৈকত দর্শনে যাবেন। সেখানে সেনাবাহিনীর গেস্ট হাউসে অবস্থান এবং রাত্রিযাপন শেষে পরদিন আবার হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদের পার্বত্য চট্টগ্রামের দুই জেলায় সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন।

(দ্য রিপোর্ট/এমএ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)