দ্য রিপোর্ট প্রতিবেদক : হেফাজতের সহিংসতার ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় বিএপির নেতা মওদুদ আহমদ, এমকে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে তিন মাসের আগাম জামিন দিয়েছেন হাই কোর্ট।

পৃথক আবেদনের শুনানি শেষে রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির শুনানিতে অংশ নেন।

জামিন আবেদনকারী ব্যারিস্টার মো. আনোয়ারুল ইসলাম শাহীন বলেন, ‘মওদুদ আহমদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে তিন মাসের আগাম জামিন দিয়েছেন আদালত। এ জামিনের ফলে এমকে আনোয়ার ও রফিকুল ইসলামের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তাদের দুজনের মুক্তিতে আর কোনো বাধা রইল না।’

তবে মওদুদ আহমদের বিরুদ্ধে দুদকের দায়ের করা আরও একটি মামলা রয়েছে বলে জানান আনোয়ারুল ইসলাম।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)