চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন নন্দন কানন দুই নম্বর গলিতে দেয়াল চাপা পড়ে ৩ শিশুসহ চারজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা পৌনে ১টার দিকে নন্দনকানন দুই নম্বর গলির গোলাপশাহ লেনে হঠাৎ একটি দেয়াল ভেঙে পড়লে চারজন এর নিচে চাপা পড়ে। এলাকাবাসী তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে আগ্রাবাদ এবং নন্দনকানন স্টেশন থেকে দু’টি ইউনিটের চারটি গাড়ি এসে উদ্ধারকাজ চালায়। আমরা চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এএসটি/সা/ফেব্রুয়ারি ২৮, ২০১৬)