নরসিংদীর ৭ চিকিৎসক সাময়িক বরখাস্ত
দ্য রিপোর্ট প্রতিবেদক : কর্মস্থলে অনুপস্থিত থাকায় নরসিংদীর সাত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে রবিবার এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত চিকিৎসকরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রাজিব মাহমুদ, ডা. আশফাক নবী, একই উপজেলার যশোর উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারি সার্জন ডা. মোহাম্মদ মাহামুদুল কবীর বাশার, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. পবিনা আফরোজ পারভীন, একই উপজেলার গজারিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নাহিদা বেগম, সহকারী সার্জন ডা. মো. শরীফ আহম্মেদ এবং ডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. নুরুন্নাহার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বাসুদেব গাঙ্গুলী এবং স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহনেওয়াজ এ সব স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গেলে এ চিকিৎসকদের কর্মস্থলে পাননি।
কর্মস্থলে অনুপস্থিত থাকায় ময়মনসিংহের ৩ চিকিৎসককে গত সপ্তাহে বরখাস্ত করা হয়।
(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)