দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ‘চতুর্থ উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অবশ্যই দলীয় পরিচয় পরিহার করতে হবে।’

নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কক্ষে রবিবার বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শাহনেওয়াজ বলেন, ‘যেহেতু এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনের নির্বাচন, আর এখানে দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ নেই। তাই প্রার্থীদের ব্যক্তি পর্যায়ে নির্বাচন করতে হবে।’

তৃতীয় দফা নির্বাচনের তফসিল সম্পর্কে তিনি বলেন, ‘মার্চের দ্বিতীয় সপ্তাহে তৃতীয় দফা নির্বাচনের তফসিল ও মার্চের শেষে চতুর্থ দফা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘আইন অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনের দলীয়ভাবে মনোনয়নপত্র কেনার ২১ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী মার্চের ৯ তারিখের পর যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

(দ্য রিপোর্ট/এমএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)