রাজধানীতে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাই কোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে রিক্সার দুই আরোহীকে গুলি করে ৮-১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, মো. দৌলত গাজী (৩৫)। তিনি থাকেন ১৭৩/বি আরামবাগ, ও মো. সোহাগ খান (২২)। তিনি থাকেন আরামবাগের ২২৯ নম্বর বাসায়।
সোহাগ খান বলেন, ‘আমরা হাই কোর্টের মামলার তালিকা চেক করার কাজ করি ও পাশাপাশি সিদ্দিক এন্টারপ্রাইজ লিমিটেডের বিকাশের কাজও করি। বিকাশের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একটি প্রাইভেটকার গতিরোধ করে আমাদের গুলি করে। এ সময় আমার বাম পায়ে গুলি লাগে। আমাদের কাছে থাকা প্রায় ৮-১০ লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।’
‘এ সময় সিদ্দিক এন্টারপ্রাইজের পরিচালক সিদ্দিক উল্লাহ আহত অবস্থায় আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন’ বলেন তিনি। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)