যশোরে বিএনপি নেতা আটক
যশোর সংবাদদাতা : যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদার হোসেনকে বাসে আগুন দেওয়ার অভিযোগে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, আবদার হোসেন বিএনপি কর্মী। ১২ ডিসেম্বর অবরোধ চলাকালে রূপদিয়া বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একটি বিআরটিসি বাস আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল। এই মামলায় অধ্যাপক আবদার হোসেনকে রবিবার দুপুরে যশোর জেলা স্কুলের সামনে থেকে আটক করা হয়।
অধ্যাপক আবদার সদর উপজেলার কচুয়া খানপাড়ার মৃত আবদুল মজিদ খানের ছেলে এবং বাগআঁচড়া ডিগ্রি কলেজের শিক্ষক।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘অধ্যাপক আবদারের বিরুদ্ধে কোনো মামলা নেই। রূপদিয়ায় বাস পোড়ানোর সময় তিনি কর্মস্থলে ছিলেন। রাজনৈতিক কারণে অধ্যাপক আবদারকে আটক করা হয়েছে বলে অভিযোগ করে তিনি অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
(দ্য রিপোর্ট/একে/এমসি/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)