স্পেনে গর্ভপাত আইনের বিরুদ্ধে বিক্ষোভ
দ্য রিপোর্ট ডেস্ক : স্পেনে গর্ভপাতের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ করে আনীত খসড়া আইনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আইনটির বিরোধিতা করে রবিবার দেশটির রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে আসে কয়েক হাজার বিক্ষোভকারী। খবর : বিবিসির।
এ সময় বিক্ষোভকারীরা ‘মায়েদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে’, ‘সিদ্ধান্তই আমাদের মুক্ত করবে’ লেখা বিভিন্ন ব্যানার হাতে অংশগ্রহণ করে।
আনা অ্যালোনসো নামে এক বিক্ষোভকারী বলেন, ‘আমি বিক্ষোভে এসেছি, কারণ আমি মনে করি, এই আইন নারী অধিকারের ক্ষেত্রে আমাদের দেশকে অনেক পিছিয়ে দেবে। এর মাধ্যমে এমন একটা বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হবে, যা অপরাধ নয়।’
নতুন আইনটি সীমিত পরিসরে ধর্ষণ ও মায়েদের স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে গর্ভপাতের অনুমতি দেবে।
নতুন আইনে বলা হয়েছে, গর্ভপাত অধিকার হিসেবে গণ্য হবে না। ধর্ষণ অথবা মায়ের স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে দুজন চিকিৎসক মতামত দিলে গর্ভপাত করা যাবে।
বিদ্যমান আইনে স্পেনের নারীরা গর্ভধারণের প্রথম ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতের অধিকার পেয়ে থাকেন। তবে ক্ষেত্র বিশেষে তা সর্বোচ্চ ২২ সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে।
(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)