দ্রুতগতির থ্রিজি ও মুলাতত্ত্ব!
এভাবেইে একটি ব্লগে নিজের অভিমত ব্যক্ত করেন এনামুল ইসলাম।
সম্প্রতি বিশ্বমানের থ্রিজি সেবা মানুষের হাতে পৌঁছে দিতে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল কাজ করছে। এই সেবা চালু হলে তথ্য আদান-প্রদানের গতি (ডেটা স্পিড) বাড়বে, ভিডিও কল করা যাবে, এমনকি টিভিও দেখা যাবে-কোম্পানিগুলোর এমন অফারে মানুষ আশান্বিত হচ্ছেন। আবার বিভ্রান্তও হচ্ছেন। থ্রিজির গতি ও সেবার মান নিয়ে ঝড় উঠছে ব্লগ আর ফেসবুকে।
মো. ওয়াদুদ নামে একজন থ্রিজি ব্যবহারকারী লিখেছেন, মোবাইল ফোন কোম্পানিগুলো যেসব অসত্য থ্রিজি সার্ভিস দেওয়ার প্ল্যান করছে তা সত্যিই হাস্যকর ও বেদনাদায়ক৷ একটি মোবাইল ফোন কোম্পানির থ্রিজি সেবা কিছুদিন হলো ৯৫০ টাকায় (ভ্যাটসহ) ১০ জিবি, ৫১২ কেপিবিএস স্পিড দিচ্ছে। কিন্তু তাদের ওয়েবসাইটে এ ব্যাপারে কোনো তথ্য আপডেট নেই।
এ বছরের ৮ সেপ্টেম্বর থ্রিজি নিলাম অনুষ্ঠিত হয়। প্রতি মেগাহার্টজ দুই কোটি ১০ লাখ ডলারে ১০ মেগাহার্টজ তরঙ্গ কেনে গ্রামীণ ফোন। পাঁচ মেগাহার্টজ তরঙ্গ কেনে রবি, বাংলালিংক ও এয়ারটেল। আর টেলিটক জানুয়ারি থেকে দিয়ে আসছে থ্রিজি সেবা।
(দিরিপোর্ট২৪ডেস্ক/ওআর/এমএআর/এমডি/অক্টোবর ০৭, ২০১৩)