২ ফেব্রুয়ারির গেইনার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ ফেব্রুয়ারি, রবিবার দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকার প্রথমস্থানে উঠে এসেছে আলহাজ্জ্ব টেক্সটাইল। এ দিন এ শেয়ারের দর বেড়েছে ৯.৫৩ শতাংশ বা ৬.৮ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে রহিম টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৮.৭৩ শতাংশ বা ২৬.৪ টাকা, পদ্মা লাইফের শেয়ার দর বেড়েছে ৮.৩৪ শতাংশ বা ৭ টাকা, প্রগতি লাইফের ৭.৫৮ শতাংশ বা ১৬.৯ টাকা, বে-লিজিংয়ের ৬.৬৬ শতাংশ বা ২.৬ টাকা, এমবি ফার্মার ৬.৬৪ শতাংশ বা ১৮.৪ টাকা, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৬.৩৮ শতাংশ বা ২.৯ টাকা, লিবরা ইনফিউশনের ৬.৩৪ শতাংশ বা ৩০.৭ টাকা, স্টাইল ক্রাফটের ৬.২৩ শতাংশ বা ৬৬ টাকা এবং ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৬.১৩ শতাংশ বা ৩.৩ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)