চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ড বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘটিত সংঘর্ষে গুরুতর আহত রবিউল হোসেন (২৩) মারা গেছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পেশায় সিএনজিকর্মী রবিউল ২৩ ফেব্রুয়ারি বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত ইসলাম গ্রুপ ও হারুন গ্রুপের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন।

এলাকাবাসীর দাবি, রবিউল হোসেন স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা রেহান উদ্দিনের সমর্থক ছিলেন। তবে তা অস্বীকার করে চেয়ারম্যান রেহান উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিন আগে এলাকার লোকজনের হামলায় এক সিএনজিচালক আহত হন। তিনি আমার দলের কেউ নন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, এখনো এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/সা/মার্চ ০২, ২০১৬)