চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দরে ফের সিগারেটভর্তি কন্টেইনার জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা সাকি শিপিং লাইনের কন্টেইনারটি জব্ধ করে।

কন্টেইনারটি বুধবার সকালে খুলে এর ভেতরে সিগারেট পাওয়া যায়। তবে সিগারেটের পরিমাণ এখনো জানা যায়নি।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মুকিতুল হাসান বিষয়টি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গার্মেন্টসের পণ্য আমদানির ঘোষণা দিয়ে সাকি শিপিংলাইনের মাধ্যমে কন্টেইনারটি আনা হয়েছিল। ঢাকার সাভারের আমদানিকারক প্রতিষ্ঠান জেনেটিক ফ্যাশনের নামে বন্ড সুবিধার আওতায় কন্টেইনারটি আনা হয়। দুবাইয়ের পোর্ট থেকে পণ্যবোঝাই হয়ে মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

এর আগে, ২৫ ফেব্রুয়ারি মিথ্য ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আমদানি করা ৪৭০ কার্টন বেনসন সিগারেট জব্দ করে র‌্যাব।

(দ্য রিপোর্ট/এমএআর/সা/মার্চ ০২, ২০১৬)