দ্য রিপোর্ট প্রতিবেদক : তুরাগ থানার রুস্তমপুর বেড়িবাঁধ এলাকায় বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। ইজতেমার উদ্দেশে যাওয়ার সময় রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম রফিকুল ইসলাম ওরফে গিয়াসউদ্দিন (৩২)। তার ছেলে ইয়াসিন (৯)। তারা রাজধানীর রূপনগর টিনশেড কলোনীর ৪৭/৬/এ নং বাসায় থাকে। নিহত অন্যজনের নাম মোহাম্মদ রিপন (৮)। সেও একই এলাকার বাসিন্দা।

নিহত রফিকুলের বড় ভাই আকতারুজ্জামান জানান, সকাল ৮টার দিকে বাসার কাছ থেকে রফিকুল, তার ছেলে এবং রফিকুলের বন্ধু সাইদুল ইসলাম ও তার ছেলে রিপন মিলে একই রিক্সায় চড়ে ইজতেমার উদ্দেশে রওয়ানা দেয়। রুস্তমপুর বেড়িবাঁধে পৌঁছালে যাত্রীবাহী বাস তানজিল পরিবহনের ধাক্কায় রিক্সাচালকসহ পাঁচজনই আহত হয়। আহত অবস্থায় তাদের রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

তুরাগ থানার পিএসআই আলমগীর কবির বিকেল ৫টায় পঙ্গু হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

ইয়াসিন রূপনগর আহসানউল্লাহ মিশন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। তার বাবা নিহত রফিকুল স্থানীয় পান-সিগারেটের দোকানের দোকানদার। তাদের গ্রামের বাড়ি ব্রাক্ষ্মণবাড়ীয়ার নবীনগর থানার কনিকাড়া গ্রামে। নিহত রিপনের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি থানার খোঁচাবাড়ি গ্রামে।

(দ্য রিপোর্ট/এসআর/এসকে/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)