দ্য রিপোর্ট প্রতিবেদক : ফেনী জেলার ফুলগাজী উপজেলার দ্বিতীয়ধাপের ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ফেনী জেলার পরশুরাম উপজেলার— চিখিলা, বক্সমাহমুদ ও মির্জানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। ৩ মার্চ পর্যন্ত এ তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সংক্রন্ত সংশ্লিষ্ট নির্দেশনা জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

বন্ধ হওয়া ৬টি ইউপি হলো— ফুলগাজী উপজেলার আমজাদহাট, দরবারপুর, ফুলগাজী, জিএম হাট, মুন্সিরহাট ও আনন্দপুর।

ইসি সূত্র জানায়, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও প্রভাব খাটানোর অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে সিটমহল অন্তর্ভুক্ত হওয়ায় দ্বিতীয় ধাপের ১৫ ইউপির ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি সীমানা জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাসজনিত জটিলতার কারণে দ্বিতীয়ধাপের ১২ ইউপি বাতিল করে ইসি। দ্বিতীয়ধাপে ৩১ মার্চ ওসব ইউপিতে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

(দ্য রিপোর্ট/এনএস/এপি/সা/মার্চ ০২, ২০১৬)