চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গাউছিয়া মাদ্রাসায় শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর আহত হয়েছে এক শিশু শিক্ষার্থী।

শিশু মো. রাহাত উদ্দিনের (১১) পরিবারের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে মাদ্রাসায় যেতে না পারায় বুধবার সকালে হেফজ বিভাগের শিক্ষক হাফেজ ফরিদ উদ্দিন তাকে বেদম পেটান। এতে তার পিট, কোমর, পা ও মাথাসহ বিভিন্ন স্থানে জখম হয়।

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত শিক্ষক হাফেজ ফরিদ উদ্দিনের মুঠোফোনে বার বার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

মাদ্রাসার অধ্যক্ষ মুছলেহ উদ্দিন মাদানী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুর অভিভাবকদের ডেকে ঘটনার মীমাংসা করা হয়েছে। আর কখনও কোনো ছাত্রকে বেত্রাঘাত করবেন না- এই মর্মে মুচলেকা দিয়েছেন ফরিদ উদ্দিন।

(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/এনআই/মার্চ ০২, ২০১৬)