কালিয়াকৈরে শিশুকে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ৩
গাজীপুর সংবাদদাতা : জেলার কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পূর্বপাড়া এলাকায় নাজমুল (৪) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পরদিন রবিবার বিকেলে একটি ব্যাগ থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মৌচাক ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নাজমুল পাবনার চাঁদনগর থানার পবাখালী গ্রামের নজিমুদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নাজমুলের বাবা নজিমুদ্দিন দীর্ঘদিন ধরে উপজেলার আন্দারমানিক পূর্বপাড়া এলাকার মোসলেম উদ্দিনের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলেন। বাবা দিনমজুর ও মা স্থানীয় স্পিনিং মিলে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফিরে তারা ছেলেকে দেখতে না পেয়ে খোঁজ করেন। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে ওই দিন সন্ধ্যায় নাজমুলকে খুঁজে পেতে এলাকায় মাইকিং করা হয়। এরপর পুলিশে খবর দেওয়া হলে পরদিন তারা শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ শাহানাজ (২৩), জাকির (২৫) ও আলমগীর (২২) নামে তিনজনকে গ্রেফতার করেছে।
(দ্য রিপোর্ট/এমএমএফ/এসকে/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)