রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন (২২) নামে একজন নিহত হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিপরীতে অবস্থিত রমনা রেস্তোরাঁর সামনের রাস্তা থেকে পুলিশ বেলালের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।
রমনা থানার উপ-পরিদর্শক হাফিজুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার সময় রমনা রেস্তোরাঁর সামনে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অজ্ঞাত গাড়ির চাপায় বেলাল হোসেন নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
হাফিজুল ইসলাম আরও জানান, নিহতের পকেটে থাকা মোবাইল ফোন থেকে পুলিশ ফোন করলে তার এক পরিচিত রমজান আলী ঢামেকে এসে বেলালের পরিচয় নিশ্চিত করেন।
রমজান আলী জানান, বেলাল হোসেন তার সঙ্গে ৭০/১ বংশাল সিদ্দিক বাজারে একটি জুতার কারখানায় কাজ করতেন এবং সেখানেই থাকতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরায়।
বেলাল হোসেন ওই সময় কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে পুলিশ বা রমজান আলী কোনো কিছু জানাতে পারেননি।
(দ্য রিপোর্ট/এমআর/জেএম/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)