দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ দলীয় জোটের সোমবারের প্রতিবাদ সমাবেশের ব্যাপারে রবিবার রাত ১২টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি বিএনপি।

রবিবার রাত ১১টা ৫০ মিনিটে দলের সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম দ্য রিপোর্টকে বলেন, সমাবেশ নিয়ে সোমবার যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করে কর্মসূচি জানাবেন।

তবে ইতোমধ্যে সমাবেশ স্থগিত করা বা অন্য কোনো কর্মসূচি ঘোষণা করার কথা তিনি সরাসরি অস্বীকার করেন।

এ বিষয়ে জানার জন্য যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

জানা যায়, সোমবার সমাবেশের পরিবর্তে ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ জানুয়ারি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/জেএম/এএল/ফেব্রুয়ারি ০১, ২০১৪)