মিয়ানমারে ৭০ জন রোহিঙ্গাসহ নৌকাডুবি
দিরিপোর্ট২৪ ডেস্ক : মিয়ানমারের ৭০ জন রোহিঙ্গা মুসলমানসহ একটি যাত্রীবাহী নৌকা রবিবার বঙ্গোপসাগরে ডুবে গেছে। এ ঘটনায় এখনও ৬২ জন নিখোঁজ রয়েছে। খবর এবিসি-নিউজের।
মানবাধিকার ও ত্রাণ বিতরণকারী সংস্থা অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গারের কর্মী আব্দুল মেলিক জানান, নৌকাটি বাংলাদেশের উদ্দেশ্যে বঙ্গোপসাগর দিয়ে যাচ্ছিল। যাত্রীদের মধ্যে আটজনকে উদ্ধার করা গেছে।
নৌকাডুবির এ ঘটনার কিছুদিন আগেই জাতিসংঘে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচারের বিষয়টি উত্থাপিত হয়।
প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন অঞ্চলের রোহিঙ্গাদের নভেম্বরে দেশ ত্যাগে বাধ্য করা হয়। কারণ, এ সময় সমুদ্র শান্ত থাকে।
জাতিসংঘের এক মুখপাত্র ড্যান ম্যাকনরটন শনিবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান, গত সপ্তাহে অন্তত দেড় হাজার রোহিঙ্গাকে ভাসিয়ে দেওয়া হয়েছে।
মানবাধিকারকর্মী মেলিক জানান, রবিবার দুপুর ৩টার দিকে ৭০ জন রোহিঙ্গা নিয়ে একটি কাঠের নৌকা ওনতাওগি গ্রাম থেকে রওয়ানা হয়। এর কয়েক ঘণ্টা পরই মহিলা ও শিশুসহ নৌকাটি ভেঙ্গে সমুদ্রে ডুবে যায়।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৩, ২০১৩)