স্পেনে গর্ভপাতবিরোধী আইন
স্পেনে গর্ভপাতের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে আনীত খসড়া আইনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আইনটির বিরোধিতা করে রবিবার দেশটির রাজধানী মাদ্রিদের রাস্তায় কয়েক হাজার বিক্ষোভকারী নেমে আসে। বিদ্যমান আইনে নির্দিষ্ট সময়ের মধ্যে মায়েদের গর্ভপাতের অধিকার রয়েছে।
নতুন আইনের খসড়ায় বলা হচ্ছে, নারীদের গর্ভপাত অধিকার হিসেবে গণ্য হবে না। শুধুমাত্র ধর্ষণ অথবা মায়ের স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে দু’জন চিকিৎসক পক্ষে মত দিলে গর্ভপাত করানো যাবে।
কেন স্পেন গর্ভপাত নিরোধে আইন করতে যাচ্ছে প্রাপ্ত সংবাদে তার কোনো ব্যাখ্যা নেই। তবে এমন নয় যে, স্পেনের বিবেক ভ্রুণকেই জীবন হিসেবে বিবেচনায় এনে তা হত্যাকে নিষিদ্ধ করতে আইন করার উদ্যোগ নিয়েছে।
আমরা মনে করি, বিবেকের প্রশ্নের চেয়ে জনসংখ্যা হ্রাসের প্রশ্নটি স্পেনে বড় হয়ে দেখা দিয়েছে-যেমন দেখা দিয়েছে ইউরোপের অন্যান্য দেশেও। ফলে জাতীয় নীতি নির্ধারকরা জনসংখ্যার ঘাটতি কমাতে নতুন আইন প্রণয়নের তাগিদ অনুভব করছেন। বিষয়টি এমন হলে ইউরোপের অন্যান্য দেশও স্পেনকে অনুসরণ করতে পারে। এই আইনটি বাস্তবায়িত হলে জনসংখ্যার বাড়তি চাহিদা মেটাতে আফ্রিকান-আরবসহ যেভাবে বিদেশিরা অভিবাসী হচ্ছে তা স্প্যানিশদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে। মূলত এই আইন প্রণয়নের পিছনে মানবিক দৃষ্টিভঙ্গির চেয়ে অস্তিত্বের সঙ্কটই মূখ্য ভূমিকা রাখছে বলে মনে হয়।